সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা এবং সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়
প্রিয় পাঠক আপনারা হয়তো অনেকেই জানার চেষ্টা করছেন, সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এবং সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা সহ সাদা লেয়ার মুরগি সম্পর্কিত সকল তথ্য। কিন্তু কোথাও কোন সঠিক উত্তর বা তথ্য খুঁজে পাচ্ছেন না। আর তাই আমরা আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানাবো, সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এবং সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা সহ সাদা লেয়ার মুরগি সম্পর্কিত সকল তথ্য।
সাদা লেয়ার মুরগি হলো আমাদের দেশে অনেক পরিচিত একটি জাত। বিশেষ করে যারা মুরগির খামার করে থাকে তাদের পছন্দের প্রথম দিকের জাত হল সাদা লেয়ার বা লেয়ার মুরগি। আর এই জাতের মুরগি পালন করার প্রথম উদ্দেশ্য হলো ডিম উৎপাদনের জন্য। এছাড়াও মাংস উৎপাদনের জন্য এদেরকে পালন করা হয়ে থাকে। তাই চলুন এই আর্টিকেল এর মাধ্যমে জেনেনি, সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এবং সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা সহ সাদা লেয়ার মুরগি সম্পর্কিত সকল তথ্য।
ভূমিকা
প্রিয় পাঠ পাঠকবৃন্দ আমরা আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানানো চেষ্টা করব, সাদা লেয়ার মুরগির জাত, সাদা লেয়ার মুরগির দাম এবং সাদা লেয়ার মুরগির বাচ্চার দাম, সাদা লেয়ার মুরগির খাবার তালিকা, সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়, সাদা লেয়ার মুরগি বছরে কয়টি ডিম দেয়, সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা , সাদা লেয়ার মুরগির ভিটামিনের তালিকা এবং সাদা লেয়ার মুরগির ঔষধের তালিকা সম্পর্কিত সকল তথ্য।
আর তাই আমরা আশা করছি আপনারা এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পুরোটি পড়বেন এবং সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এবং সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা সহ সাদা লেয়ার মুরগি সম্পর্কিত সকল তথ্যগুলো খুব ভালোভাবে জেনে নিবেন।
লেয়ার মুরগির জাত
লেয়ার মুরগি সাধারণত সাদা ডিম উৎপাদনকারী এবং বাদামি ডিম উৎপাদনকারী এই দুই ধরনের হয়ে থাকে। নিচে লেয়ার মুরগির এই দুই ধরনের ডিম উৎপাদনকারীর জাতগুলো দেওয়া হল।
সাদা ডিম উৎপাদনকারী লেয়ার মুরগিঃ সাদা ডিম উৎপাদনকারী লিয়ার মুরগি গুলো হল ,হাইলাইন হোয়াইট, বোভান্স হোয়াইট ,ইসা হোয়াইট, লোহম্যান হোয়াইট ,হাই সেক্স হোয়াইট, শেভার হোয়াইট ,নিকচিক, ব্যবকক-বিভি-৩০০ এবং হাবার্ড হোয়াইট। এই জাতের লেয়ার মুরগি গুলো তুলনামূলকভাবে আকারে ছোট হয়। তুলনামূলক খাবার কম খায় এবং ডিমের খোসার রং সাদা হয়।
বাদামী ডিম উৎপাদনকারী লেয়ার মুরগিঃ বাদামির ডিম উৎপাদনকারী লিয়ার মুরগি গুলো হল , লৌহম্যান ব্রাউন, ইশা ব্রাউন , সেভার ৫৭৯ , হাইলাইন ব্রাউন , হাই সেক্স ব্রাউন , ব্যবকক-বিভি-৩৮০ ,ব্যবলোনা টেট্রা ,হাবার্ড ব্রাউন ,ব্যবালোনা হারকো এবং গোল্ড লাইন।এই জাতের লেয়ার মুরগি তুলনামূলকভাবে আকারে বড়, এদের ডিমের খোসার রং বাদামি, ডিমের আকার বড় হয় এবং খাদ্য বেশি খেয়ে থাকে।
সাদা লেয়ার মুরগির দাম এবং সাদা লেয়ার মুরগির বাচ্চার দাম
সাদা লেয়ার মুরগির দাম বাজার ও সময়ের উপরে নির্ভরশীল। তাই এর সঠিক মূল্য কত তা বলা মুশকিল। তবে বর্তমানে ২৭০-২৯০ টাকা কেজি দরে সাদা লেয়ার মুরগি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও বেশি ওজনের সাদা লেয়ার মুরগিগুলো দাম ৩২০-৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এই দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে।
সাদা লেয়ার মুরগির বাচ্চার দাম বর্তমানে বাজারে উর্ধ্ব গতিতে রয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, উৎপাদন কম চাহিদা বেশি। যার ফলে দামও বেশি। বর্তমানে বাদামি লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকা এবং সাদা লেয়ার মুরগির বাচ্চা ৭৫-৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই দামের তারতম্য বিভিন্ন বাজারে বিভিন্ন রকম হতে পারে।
সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা
সাদা লেয়ার মুরগিকে সঠিক সময়ে সঠিক নিয়মে ভ্যাকসিন করলে সাদা লেয়ার মুরগির সাধারণত কোন ধরনের অসুখ দেখা দেয় না। এর ফলে ডিম এবং মাংস উৎপাদন অনেক ভালো হয় এবং অধিক লাভবান হওয়া যায়। আর তাই নিচে বিস্তারিতভাবে সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা দেওয়া হল।
সাদা লেয়ার মুরগির খাবার তালিকা
যেকোনো মুরগি পালন করার আগে আমাদের সেই মুরগির খাদ্য তালিকা সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা থাকা উচিত। কারণ মুরগির খাদ্য সম্পর্কে সঠিক ধারণা না থাকলে কৃষক ভাই বা খামারি ভাই-বোনদের লোকসানের মুখে পড়তে হয়। আর সেজন্য যেহেতু আমাদের এই আর্টিকেলে লেয়ার মুরগির সম্পর্কিত সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি তাই, লেয়ার মুরগির খাবার তালিকা কি রকম হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের মোটামুটি একটি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব।
সাদা লেয়ার মুরগির দৈহিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সঠিক নিয়মে খাদ্য তালিকা প্রয়োগ করতে হবে। তবে এ জাতের মুরগির খাদ্য তালিকা তৈরি করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা ভালো। লেয়ার মুরগিকে কোন বয়সে কি ধরনের খাবার দিতে হবে , কেমন পুষ্টি মানের খাবার দিতে হবে, পালনের উদ্দেশ্য কি এবং আবহাওয়া অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে।
সাধারণত একমাস বয়সের সাদা লেয়ার মুরগিকে স্টার্টার , বাড়ন্ত বয়সের লেয়ার মুরগিকে গ্রোয়ার এবং ডিম পাড়ার জন্য যদি লেয়ার মুরগি পালা হয় তবে লেয়ার ফিড দিতে হয়। আরো বিস্তারিতভাবে যদি বলি তাহলে, স্টার্টার ০-৬ সপ্তাহ পর্যন্ত , গ্রোয়ার ৭-১৬ সপ্তাহ পর্যন্ত , প্রি-লেয়ার ১৭-২২ সপ্তাহ পর্যন্ত , লেয়ার এক ২৩-৬০ সপ্তাহ পর্যন্ত এবং লেয়ার দুই ৬০-৯৫ সপ্তাহ পর্যন্ত দিতে হবে।
নিচে বিস্তারিত ভাবে সাদা লেয়ার মুরগির ৫০ কেজি পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরি একটি তালিকা দেওয়া হল।
সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়
ডিম উৎপাদনের জন্য সাদা লেয়ার মুরগি খামারিদের পছন্দের উপরের দিকের মুরগি। কারণ ডিম পাড়া হাইব্রিড সাদা লেয়ার মুরগি সাধারণত ১২৫ থেকে ১৩৫ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয়। এবং ১৬০ থেকে ১৮০ দিনের মধ্যে এই ডিম দেয়া সর্বোচ্চ উৎপাদনে আসে। হাইব্রিড লেয়ার মুরগি সাধারণত ৬৫০ থেকে ৭০০ দিন পর্যন্ত ডিম দিয়ে থাকে। তবে এই সময়ের পর এর ডিম দেওয়ার প্রবণতা পর্যায়ক্রমে কমতে থাকে।
সাদা লেয়ার মুরগি বছরে কয়টি ডিম দেয়
ডিম উৎপাদনের জন্য সাদা লেয়ার মুরগির থেকে ভালো অন্য কোন হয় না। কারণ একটি হাইব্রিড লেয়ার জাতীয় মুরগি থেকে বছরে ৩২০ থেকে ৩৪০ টি পর্যন্ত ডিম পাওয়া যায়। আর তাই ডিম উৎপাদনের জন্য সাদা লেয়ার মুরগি পালন অধিক লাভজনক।
সাদা লেয়ার মুরগির ঔষধের তালিকা
নিচে সাদা লেয়ার মুরগির কিছু প্রয়োজনীয় ঔষধের তালিকা এবং প্রয়োগ বিধি দেওয়া হল। যেগুলো প্রয়োগ করলেসাদা লেয়ার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শারীরিকভাবে দ্রুত বৃদ্ধি ঘটে ও তাড়াতাড়ি ডিমে আসে। চলুন দেখে নেয়া যাক সাদা লেয়ার মুরগির ঔষধের তালিকা এবং প্রয়োগ বিধি।
সাদা লেয়ার মুরগির ভিটামিনের তালিকা
নিয়মিতভাবে সাদা লেয়ার মুরগিকে নিচে উল্লেখিত ভিটামিন গুলো প্রয়োগ করলে সাদা লেয়ার মুরগির ডিম উৎপাদন অনেক বৃদ্ধি পায় এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাই চলুন দেখেনি সাদা লেয়ার মুরগির ভিটামিনের তালিকা এবং প্রয়োগ বিধি।
শেষ কথা
প্রিয় পাঠ পাঠক আমরা আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে জানানো চেষ্টা করেছি, সাদা লেয়ার মুরগির জাত, সাদা লেয়ার মুরগির দাম এবং সাদা লেয়ার মুরগির বাচ্চার দাম, সাদা লেয়ার মুরগির খাবার তালিকা, সাদা লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়, সাদা লেয়ার মুরগি বছরে কয়টি ডিম দেয়, সাদা লেয়ার মুরগির ভ্যাকসিন তালিকা , সাদা লেয়ার মুরগির ভিটামিনের তালিকা এবং সাদা লেয়ার মুরগির ঔষধের তালিকা সম্পর্কিত সকল তথ্য।
তাই এই আর্টিকেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং কোন উপকারে আসে তবে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে আর্টিকেলটি শেয়ার করবেন এবং আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করবেন।
ধন্যবাদ
Club Solver এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url