Terms and Conditions
আসসালামু আলাইকুম।
আমি মোঃ আতাউর রহমান। শিখতে হলে জানতে হবে এবং অন্যকে জানাতে হবে এই শ্লোগানে ভিত্তি করে আমার এই https://www.clubsolver.com ওয়েবসাইটের পথচলা। নতুন নতুন তথ্য, ইন্টারনেট ও তথ্য সংশ্লিষ্ট আপডেট নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন।
Club Solver এর উদ্দেশ্য হল আপনাদের মাঝে সকল ধরনের তথ্যমূলক এবং জ্ঞানমূলক তথ্য তুলে ধরা। আর তাই আমরা আমাদের আর্টিকেলে অথেন্টিক তথ্য প্রদান করার চেষ্টা করি। যেন আপনারা সঠিক এবং সত্য তথ্যগুলো খুব সহজেই জানতে পারেন। এই ওয়েবসাইটটি স্কুল মূলত প্রত্যেক কে সহযোগীতা করার উদ্দেশ্যে তৈরী। প্রত্যেকে নতুন কিছু জেনে থাকলে একে অপরকে জানানোর চেষ্টা করবেন। নিম্নলিখিত স্বল্প কিছু বিষয় খেয়াল রেখে পোস্ট ও মন্তব্য করার নির্দেশ দেয়া হলঃ
কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই কমেন্টকারীকেও কোনরকম কারণ দর্শানো ছাড়াই স্থায়ীভাবে ব্লক করা হবে।
অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না। ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে না বা এধরনের লেখা, পোস্টে থাকা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোস্টে ব্যবহার করা যাবে না। সেই সাথে কোন জাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন লেখা দেয়া যাবে না।
মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না। মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না। অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না। প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না। মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব এই ব্লগ বহন করে না।
ছোট পোস্ট গ্রহণযগ্য নয় এবং পোস্ট এর মাঝে শুধু মাত্র মিডিয়া ফায়ার অথবা সরাসরি ডাউনলোড লিংক ব্যবহার না করে নিজের সাইটের পাবলিসিটি করবেন না। অতিরিক্ত বিভাগ দেয়া যাবে না। পোস্ট এর মাঝে অবশ্যই ফিচার ইমেজ যুক্ত করুন। adf. ly, tinyurl, PTC, ভুয়া অনলাইন ইনকাম, একাধিক বার বিজ্ঞাপন, কপি পেস্ট পোস্ট করলে আপনাকে সাথে সাথে ব্লগ থেকে বাতিল করা হবে।
এছাড়াও ওয়েবসাইট নীতিমালা সংশ্লিষ্ট কোন ফিডব্যাক বা প্রশ্ন থাকলে ওয়েবসাইটের এডমিনকে মেইল কিংবা অন্যান্য যে যোগাযোগের তথ্য দেওয়া আছে তার মাধ্যমে জানাতে পারেন।
আপনার নাম লিখুন
আপনার ব্যবহ্নত ইমেইল ঠিকানা দিন *
আপনার প্রশ্ন বা মন্তব্য লিখুন *
বিঃদ্রঃ (নীতিমালাগুলো বিভিন্ন প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সংগৃহীত সেই সাথে যেকোন সময় প্রয়োজনের তাগিদে নীতিমালা পরিবর্তিত কিংবা সংযোজিত হতে পারে)
ধন্যবাদ
চিনা হাসের বাচ্চা তারা বরো করার উপায় ও কি ভাবে বুজবো হাসের বাচ্চা বয়স কতোদিন হইছে এবং এর কি কোনও ভ্যাক্সিন দেওয়া লাগে কি না।